"

টানা ১৩ বার রপ্তানি ট্রফি পেল বেঙ্গল প্লাস্টিকস

দেশের রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ বারের মতো জাতীয় রপ্তানি পদক (স্বর্ণ) পেয়েছে প্রতিষ্ঠানটি।

স্বর্ণপদক পেয়েছে দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভয় বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেড।

২০১৮-১৯ অর্থবছরে দেশের রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩ বারের মতো জাতীয় রপ্তানি পদক (স্বর্ণ) পেয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডপিপ এক্সিবিশন সেন্টারে এক অনুষ্ঠানে বেঙ্গল প্লাস্টিকস্ লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির বাবলুর হাতে স্বর্ণপদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভপতি মো. জসিম উদ্দিন।

এবার মোট ৭১টি প্রতিষ্ঠান বিভিন্ন খাতে সর্বোচ্চ রপ্তানির জন্য ট্রফি পেয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

Share this post